রোজ রাতে একটা স্বপ্ন দেখি
একটা যাত্রীবোঝাই বোয়িং বিমান উড়ে চলেছে
তার বিশাল ডানা দখলে নিয়েছে পুরোটা আকাশ!


বিমানের যাত্রীরা অচেনা কেউ নয়! ওরা আমার চেনা জানা, খুব পরিচিত
আমার কল্পনারা! ওরাই তো বিমানের রোজকার যাত্রী


বিমানটা রোজ ঘুমের রানওয়েতে দৌড়ে একলফে টেক অফ করে
কিছুপরে বোঁ বোঁ শব্দে দখলে নেয় ইচ্ছের আকাশটা
বিমানটা উড়ে চলে
উড়ে চলে একটা সোনালী ডানার চিলের সাথে পাল্লা দিয়ে
ভেসে থাকা শুভ্র মেঘের দ্বীপের ওপর উড়তে উড়তেই ছুঁয়ে দেখে নীলাকাশ
আর তখন অবেলার রোদ্দুর আমন্ত্রন জানায় সুর্যের কাছাকাছি যাবার


বিমানটা প্রচন্ড বেগে উড়ে চলে, অনেক উঁচুতে
নীচে প'রে থাকে একটা চেনা সড়ক আর আর দুটো গলি
প'রে থাকে কারও ভিটে মাটি আর উঁচু উঁচু বাড়ি