আমি কোন সন্ধ্যার নিষিদ্ধ অন্ধকারে নিজেকে খুঁজতে পথ হারিয়েছি
এখানে তুমি নেই
তুমি আছো ছেড়ে যাওয়া নিশ্বাসের ফিরে আসার বিশ্বাসে
অথবা এক কাপ চায়ে কিংবা একটা আধপোড়া সিগারেটে
এখানে তুমি নেই
তবু রাতের পর রাত লিখে যাই
আমি তোমায় লিখি অথবা অজস্র ভুল
তুমি ভুল অথবা কবিতা
আমার কবিতা গুলো গোছাতে ভুল হয়ে যায়
আর ভুল গুলো গোছাতে গোছাতে কবিতা
একটা আমাকে ভাঙ্গলে সেখানে দুটো তুমি
পাই
কিন্তু দুটো তুমির ভেতর তো একটাও আমি নেই
আমি বারবার তোমায় ভুল করি
তুমি ভুল অথবা কবিতা।