স্বাভাবিক
--------------
কিছুতো হয়নি
সব স্বাবাভিক
শুধু উলটো পালটা পাতা ঝরছে অযথা
এতো এতো পাতা,
উড়ো পাতা, ঝরা পাতা, সবুজ পাতা, মরা পাতা, কচি পাতা
এতো এতো পাতা, এতো এতো নাম
আমার নামটা কোথায়?



ক্যাকটাস
--------------
আমার মস্তিষ্কহীন মাথা আরও খালি করে দাও
ওখানে দুটো টব বসাবো
পাশাপাশি
মাটিতে সার পানি দেবো
ওখানে দুটো ক্যাকটাসের চারা লাগাবো



হাসি
--------
হাসি বলা যায় না, লেখাও যায় না
হাসি দেখা যায়, শোনা যায়, অনুভব করা যায়
হাসি ছোঁয়া যায় না, ঠিক তোমার হাতের মতো



আকাশ
------------
আকাশ খুব গম্ভীর হয়, বড়দের মতো
আকাশ প্রাপ্তবয়স্ক
অনেক সত্য নিজের ভেতর চেপে রেখে রহস্য করতে জানে
আকাশ অনেক গম্ভীর হয়,
আকাশ তবুও কাঁদে
মাঝে মাঝেই কেঁদে ফেলে



একা
-------
ভালবাসা ছেড়ে যায়, কষ্টেরা ছেড়ে যায়
শুধু আমি প'ড়ে থাকি
একা



কষ্ট
------
না! হাত পা কাঁপছে না
কাঁপছে বুকটা
সাধারণ ব্যাপার, খুব স্বাভাবিক
এতো কষ্ট সেদিনও পাইনি, যেদিন খুব কষ্ট পেয়েছিলাম



সময়
--------
আমি সময়কে অনেক সময় দিয়েছি
সকাল দিয়েছি, দুপুর, বিকেল, সন্ধ্যা,
রাতকেও বাদ রাখিনি
আমি বারবার শুধু ফিরে এসেছি
কোথাও যেতে পারিনি



স্পর্ধা
--------
আমার স্পর্ধা তোমায় ছুঁ'তে পারে না
আমি দূর থেকে হাত নাড়ি



ল্যাম্পপোস্ট
------------------
মনের ভেতর একটা ল্যাম্পপোস্ট থাকলে ভাল হতো
অনেক কথা বেরবার পথ না পেয়ে অন্ধকারেই হারিয়ে যায়
ভেতরে একটা ল্যাম্পপোস্টের বড় প্রয়োজন ছিল...


১০
ঝড়
-----
একদিন মৌমাছির ডানার মতো কেপে উঠেছিল তোমার ঠোটজোড়া
আমার হৃদয়ে তখন তোলপাড় ঝড়