একটা হৃদয়ের খোঁজে
আকাশ মাথায় করে গোটা শহর হেঁটে বেড়িয়েছি
রাস্তায় রাস্তায় হকারের মতো, কখনওবা ক্ষুধার্ত কাকের মতো
পাড়ার মোড়ে, সবজি বাজার, লাইব্রেরী থেকে রেল কলনী,
মার্কেট, কলেজ গেট, বইয়ের পাতা, পার্ক থেকে শুরু করে চায়ের দোকান
কোথাও বাদ রাখিনি


হাটতে হাটতে ইচ্ছে করেই বহুদূর
কখনও কখনও হারিয়ে গেছি
রোদে পুড়েছি,
ঘামে ভিজে আবার শুকিয়েছি
গায়ের শার্ট
বৃষ্টির মাঝে দৌড়ে যেতেই কাদার ওপর আছড়ে পড়েছি
এর ওর জানালায় উঁকি দিয়েছি
ইলেক্ট্রিক তাড়ে,  চিঠির বাক্সে, ব্যাঙ্গের ছাতায়
সবখানে তন্নতন্ন করে খুঁজেছি
কোথাও নেই
একটা বিশ্বস্ত হৃদয়ের খোঁজ আমি কোথাও পাইনি


মাঝ রাতে মাতাল হয়ে, পুকুর পারে,
খাটের তলে, খোলা মাঠে, ঘুমের ঘোরে
অনেক খুঁজেছি
মিছিল থেকে জনসভা
রুদ্র থেকে জয় গোস্বামী
হাসপাতাল থেকে আরাম চেয়ার
তারে ঝোলানো ভেজা কাপড়ে
ফুলের টবে এমনকি মগেরমুলুকে
বিশ্বাস করো আমি সবখানেই খুঁজেছি


শুধুমাত্র একটা হৃদয়ের খোঁজে
বহু রাত জেগে কাটিয়েছি
একের পর এক সিগারেট জ্বালিয়েছি
তারপর,
ফুটপাতকে বিছানা ভেবে খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছি
আগুন থেকে সমুদ্রপৃষ্ঠ
কনসার্ট থেকে গহীন বন
বাসে চড়েছি, পাহাড়ে গিয়েছি
নারীর শরীর
আলতো ছুঁয়েছি, চুমু খেয়েছি


একটা হৃদয়ের খোঁজে
একটা টুকটুকে লাল হৃদয়ের খোঁজে
বারবার প্রেমে পড়েছি, ভালবেসেছি
ঘৃণা করেছি, খুব খুব ঘৃণা করেছি
ভিড় ঠেলে এগিয়ে গিয়ে কাউকে দেখে পালিয়ে গেছি
ভয় পেয়েছি
চাঁদের আলোয় কিছু স্বপ্ন ধানক্ষেতে ফেলে এসেছি
চুপচাপ
ফুটপাত, নরম ঘাস, কংক্রিট, পুরনো শ্যাওলা
খবরের পাতা থেকে ক্যাকটাসের ঝোপ
এখানে ওখানে কতো জায়গায় খুঁজেছি
সব ছেড়ে তোমার কাছে, তোমার মাঝে
হন্নে হয়ে খুঁজেছি
একটা হৃদয়ের খোঁজে আমি কোথায় যাইনি বলো?