চল না ঘর ছেড়ে বেড়িয়ে পড়ি
বাউল বেশে
তাঁতে বোনা গেরুয়া গায়ে, লম্বা চুল কাঁধ অব্দি
তুই একটা শাড়ি পড়িস, খোলা চুল, কপালে টিপ
চোখের পাতায় কাজল দিবি
আমার সাথে রাত জাগবি, দিন কাটাবি
হাতে একতারার বদলে চায়ের ফ্লাস্ক,
ঝোলার ভেতর কবিতা ভর্তি
সুনীল, রুদ্র, জয় গোস্বামী
আমি তোকে পড়ে শোনাবো
তুই চুপচাপ শুনেই যাবি


ফুল কুড়িয়ে মালা গাঁথবো
সাতসকালে
তুই মুচকি হেসে খোপায় দিবি
তোকে দেখেই প্রেমে পড়বো
বিনিময়ে ভালবাসবি


সন্ধেবেলা জোনাক দেবো
সন্ধ্যে প্রদীপ তারা দেবো
আমার জন্য আলো জ্বালবি


রাত্রিবেলা উঠোন দেবো
জোৎস্না ধোয়া চাঁদের আলো
মেঘের ওপর সাঁতার শেষে আমার ভেতর অস্ত যাবি


তোকে আমার কাঁধ দেবো
স্বপ্নচুড়ায় মাথা রাখবি
পদ্মপুকুর খেয়াল দেবো
জল ছেটাবি, গায়ে মাখবি


তোকে আমি বুক দেবো
বুকের ভেতর হৃদয় দেবো
ঘুমপাড়ানি গান শোনাবো
জড়িয়ে ধরে ঘুমিয়ে যাবি


আমার সাথে রাত জাগবি? দিন কাটাবি?
বল না, আমার জন্য বর ছাড়বি?
ঘর পালাবি?
পথে পথে ঘুরে বেড়াবি?


খিদে পেলে জল খুঁজবো
ভালবাসার ফাঁদ পাতবো
কাক হবো, গাছে চড়বো
বৃষ্টি ভিজে জ্বর বাধাবো
আমার সাথে রাত জাগবি? দিন কাটাবি?
বল না! বর ছাড়বি?
ঘর পালাবি?
আমার জন্য!