সেইসব শব্দেরা হা হয়ে তাকিয়ে থাকে একে অন্যের দিকে
আর আমি লিখেই চলি
কি জানি কি লিখি
শব্দবার্তা অথবা এলোমেলো কিছু
কোথাও এতোটুকু ছন্দ নেই, লয় নেই
দাড়ি কমা অন্তমিলের বালাই নেই
যেন একমুখী শব্দের ঝাঁক বেমালুম ভুলে গেছে তারা কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে আর থামবেই বা কোথায়
আমি লিখতে জানি না
আমার আনাড়ি হাত জানে না কি করে লাল নীল সুখ দুঃখের সাত-মেশালি অনুভূতি গুলো শব্দে শব্দে সাজাতে হয়
তবুও রোজ রাত্তিরে এলোমেলো শব্দ হাতড়াই অন্ধ ভান্ডারে, আমার মস্তিষ্কবিহীন মাথায়
বহুদিন আগে লেখা অসম্পুর্ন কোনো শব্দবার্তার শেষ দু'লাইন মেলানোর ব্যার্থ চেষ্টা শেষে
আমি মুখ হাত ধুয়ে শুয়ে পড়ি।