সন্ধ্যেতে ছুটি হলে
রাতভর  জ্বর গায়ে
আমারও কি অসুখ বলো
হুটহাট প্রেম
ভুলভাল কবিতা
ঠিকঠাক তুমি
কি জানি কি সুন্দর?
চোখ না'কি চাহুনি?
আমারও যে অসুখ বলো
হুটহাট প্রেম।


আজগুবি ছাতামাথা
তাই নিয়ে কতো কথা
বিলাপ প্রলাপ
সাথে আবোলতাবোল
তালগোল পাকিয়ে
আনমনা তাকিয়ে
সন্ধ্যেতে ছুটি হলে
রাতভর জ্বর।


কি জানি কি ছিলো?
কিসে ভিজে জ্বর হলো
চোখ নাকি কাজলে
কিসে কাছে টানলে
ভেতর বাড়ি ধরফর
আর মাঝ রাতে জ্বর
আমারও কি অসুখ দ্যাখো
হুটহাট প্রেম
সন্ধ্যেতে ছুটি হলে
রাতভর জ্বর।