একদিন মৃত্যুর দেয়ালে টাঙ্গানো থাকবে জীবনের স্থিরচিত্র
আর বাতাসের বদল ভেসে বেড়াবে ঘুম
হালকা হতে হতে ছড়িয়ে পড়বে গোটা বায়ুমণ্ডলে
সেইদিন ঠিক ঘুমিয়ে যাবো
সময়মত
অন্য একটা ঘরে
সেখানে রোজ মিথ্যে এসে জড়িয়ে ধরবে সত্যকে
তাদের চুম্বনে নেমে আসবে রাত
অসাড় সময় দাঁড়িয়ে থাকবে
স্থবিরত্বে অনড়
বয়েস আটকে থাকবে শরীর খোলসে
অসংখ্য জোনাকের সাথে
আকাশ থেকে নেমে আসবে কয়েকটি তারা
ওরা ঝাঁক বেধে স্নান করবে অতৃপ্তির জলে
আর জলাঞ্জলি দেবে সমস্ত পাপ।