কবিতায় শব্দ এলো
ছন্দ হলো
স্বপ্ন ছিড়ে সত্য এলো
মেঘ জমলো
হাওয়া ছুটলো
একটু পরে বৃষ্টি এলো
জল গড়ালো
গাছ ভিজলো


মাথার ভেতর ঘুন ধরলো
পোকায় খেলো
কাঠ পুড়লো
ছাই উড়লো
ধুলো ছিটিয়ে ট্রেন ছুটলো
সোজা
ঝিকঝিক ঝিকঝিক
মাটি কাঁপলো


চুপচাপ রাত নামলো
চাঁদ উঠলো
নদী মরলো
আগুন জমে বরফ হলো
ঝঁকে ঝাঁকে কাক উড়লো
ফুল ফুটলো
শীত করলো
ধীরেসুস্থে প্রকৃতি এলো


শহর এলো, পাথর এলো
বুক চেপে কষ্ট এলো
হঠাৎ করেই তুমি এলে
তোমার পরে তোমরা এলো
রোগে শোকে মৃত্যু হলো
বেঁচে থেকে
মদের ভেতর নেশা হলো
ভোর শেষে ঘুম পেলো
কিন্তু প্রেম এলো না
প্রেম এলো না জীবনে।