এসো, এইখানে বসো
মাঝরাতে প্রেমিকদের ফিরে যেতে নেই
দ্যাখো, সময় কি অদ্ভুদ থেমে আছে
এসো আরও কাছাকাছি বসো
চাইলে হাতে রাখতে পারো হাত
(যদিও এখন চুম্বনের সময়)
তুমি বরং চঞ্চলা হয়ে যাও
তীব্র জ্বরে কেঁপে কেঁপে ওঠো
আর অপেক্ষা করো চাঁদের ক্ষয়ে যাওয়া অব্দি
চাইলে অবশ্য ছুঁয়ে দেখতে পারো শরীর
অথবা  জড়িয়ে ধরতে পারো
দ্বিধাহীন আসতে পারো নিঃশ্বাসের কাছে
এসো আজ জমাট বাঁধি বরফের মতো
তোমার অধর ছুঁয়ে নেমে আসতেই
সেই চেনা বরফকল
আমার ওষ্ঠ
ভীষণ শীতে নীল হতে হতে আবার উষ্ণতা ফিরে পায়
চলো আরও গভীরে খুঁজি
এইখানে একটু থামো
শিরদাঁড়া বেয়ে নেমে যেতে দাও সমস্ত শিহরণ
না বাঁধা নয়, বয়ে যেতে দাও
এসো নিঃশ্বাসের খুব কাছে
দোহাই ফিরিয়ে নিও না
মাঝরাতে ফিরে যেতে নেই
মাঝরাতে প্রেমহীন হতে নেই।।