ধ্যানমগ্ন সেই সাধক
চুড়ান্ত সিদ্ধিলাভের পূর্বক্ষণে জেনে গিয়েছিলেন
প্রকৃতপক্ষে
মদ আর নদীর মধ্যে কোনই পার্থক্য নেই
যেমন পার্থক্য নেই নারী আর গন্ধমে
অতঃপর চোখ খুলতেই তিনি উঠে দাঁড়ালেন
এবং বৃক্ষের আশ্রয় ছেড়ে
চলে গ্যালেন পানশালায়
সেখান থেকে সোজা নারীর শরীর
ভ্রমণের পর ক্লান্ত সাধক আশ্রয় নিলেন
নদীতটে
সন্ধ্যেবেলা
স্নান শেষে পান করলেন অবশিষ্ট মদটুকু
তার শরীরজুড়ে তখন অচেনা ফুলের ঘ্রাণ
শান্ত, সুন্দর সেইসাথে নিষিদ্ধকিছু সম্পর্কে
এতোদিন সাধকের জানা ছিলো না
তিনি পূর্বে কখনো কামসূত্রে চোখ বোলাননি
তার জানা ছিলো না মদের বোতলে
আস্ত নদী লুকিয়ে থাকে
আর নারীর শরীরেই জন্মায় সেই নিষিদ্ধ ফল
যার নাম গন্ধম।