চাইলেই ফিরে যেতে পারো
যেকোনো সন্ধ্যায়
কিছু না বলেই
দ্বিধাহীন ফিরে যেতে পারো
ঘরে
তোমার প্রেমিকের কাছে
পেতে রাখা বুকে
যেখানে জল ছোঁয়ানো মাত্র
গলে যায় আগুন
মোমের মতন
ভীষণ ধীরে


তুমি চাইলেই ফিরে যেতে পারো
সময়ের প্রয়োজনে
গোধূলির মতো
মিশে যেতে পারো
একেবারে


কোনরকম বার্তা ছাড়াই
বদলাতে পারো ঠিকানা
পছন্দসই
বেছে নিতে পারো ঘর


চাইলেই ফিরে যেতে পারো


যাবার সময় দেয়ালে কোনো নোটিশ টানাতে হবে না
অথবা ধুলির ওপর পায়ের ছাপ
আঙ্গুল রাখবার দরকার নেই
যদিও কিছু ক্ষত
সুখের চিহ্ন বয়ে বেরায়
তবুও বলছি
তুমি চাইলে ফিরে যেতে পারো
শব্দের মতো ভেসে
মিলিয়ে যেতে পারো
চিরতরে


কাছে আসবার পথটা যেমন খোলা
তেমনি যাবার পথটাও অবারিত
প্রেমিকা নশ্বর
কবিদের মনে প্রেম স্থায়ী
কবিতার মতো
তুমি চাইলেই ফিরে যেতে পারো।