প্রেম, তোমার কাছে এলে বেঁচে উঠি
প্রথম মৃত্যুর ক্ষত নিয়ে
সঞ্জীবনীর ছোঁয়ায় ফিরে পাই নিজস্ব শরীর
আবার আস্থা রাখি দ্বিতীয় যুদ্ধে
তৃতীয়ববার
টের পাই, সংগ্রামশক্তি এখনো ক্ষয়ে যায়নি
ধীরে যে নদী ভাসিয়ে নিয়েছে ভিটেমাটি
গত বন্যার পর
তার বিপরীতে দিয়ে গ্যাছে নতুন পলি
প্রেম, তোমার কাছে এলে আমি কাদামাটি হয়ে যাই
ভীষণ উর্বর
তোমার কাছে এলেই আমি স্বভাব চাষা
সূর্যের জমিনে ছিটিয়ে দেই
নতুন দিনের বীজ।