আমার স্পর্ধার ওপর পর্দা টেনে দাও চোখ
আমায় অন্ধ করো
শরীর কয়েক পরতে মুড়িয়ে
শেকলে পেঁচিয়ে দাও হাত-পা
মগজের বদল
খানিকটা ঠেসেঠুসে মাথাভর্তি করো হাওয়ায়
তারপর মুখের ওপর প্রকাশ্য ঝুলিয়ে দাও তালা
স্তব্ধ করো, থামিয়ে দাও
বধির করো চিরতরে
খুব দ্রুত আমায় ভেঙ্গে ফেলো রাষ্ট্র
গুড়িয়ে দাও
তোমার দ্বিধাহীন পুঁজিবাদী চাবুকের আঘাতে
ক্ষতবিক্ষত করো বুক, পীঠ
তুলোর মতো উড়িয়ে দাও
চাইলে আমায় কয়েক ভাগে ভাগ কোরতে পারো
আমায় টুকরো টুকরো করো
ধর্মের নামে, জাতের নামে, পক্ষ বিপক্ষ বিচারে,
শ্রেণীবিভাজিত এক প্লেট ভাত
এমনকি আমার নামের জন্যও
সীমানা প্রাচীরে ঘিরে ফ্যালো
আমায় খণ্ড করো মানচিত্রে
জেল জরিমানা,
আজীবন কারাবাস, নারকীয় শাস্তি
অথবা সংবিধানটা একটু বদলিয়ে
আইনের নতুন ধারা
যেমন খুশী ফতোয়া দিয়ে
নিষিদ্ধও কোরতে পারো
আমায় জঘন্যভাবে হত্যা করো রাষ্ট্র
খুব দ্রুত
আমায় হত্যা করো
হে রাষ্ট্র, শরীরে যে আগুন পুষে রেখেছি
রোজ একটু কোরে বাড়তে বাড়তে
উত্তপ্ত যে তরল উগরে বেরিয়ে আসতে চাইছে
সব ভেঙ্গেচুরে
জেনে রেখো তার নাম 'বিপ্লব'
যেদিন বিস্ফোরিত হবো তীব্র শব্দে
একা আমার শরীরে
সেদিন সৃষ্টি হবে সহস্র গ্যালন মৃত্যুর রসদ
আমায় দ্রুত হত্যা করো, রাষ্ট্র
তোমার কোনো ক্ষমা নেই
ক্ষমা তোমার জন্য নয়
বাঁচতে বাঁচতে
আমরা মরতে শিখে গ্যাছি
এবার তুমি প্রস্তুতি নাও।