রাষ্ট্র,
চোখ খুলে রাখো টেবিলে
দ্যাখো লালার ওপর গোলামির লকলকে জিভ
চেটে খায় মাথার মগজ
তবে এখানেই শেষ নয়
তোমার ভিটে বেচে দিচ্ছে পোষা কুকুরেরা
তোষামুদেদের চোষ্য দলিলে দ্যাখো তোমার নাম স্পষ্ট
বোল্ড কোরে লেখা শিরোনামে পত্রিকা এবং এখানে যা ছাপা হয়
খবরাখবর
পুঁজিবাদী বিজ্ঞাপন বা বড়শিতে গাঁথা মাছ
ডুবে যায় সংবাদবাহী জাহাজ
ঘূর্ণিঝড়ের ভয়ে তোলপাড় হয় সমুদ্রতল
তবে এখানেই শেষ নয়
আমরা হাড়ির ভেতর জিইয়ে রাখি বিপ্লব
এক ঝাক কালো পায়রার শোক
বিপ্লব, আমাদের মিছিল শেষে
সাইকেলে চেপে উড়ে যায়।