যদি ভাবো সবটুকু মাটি- যেটুকু তোমার
একমাত্র আশ্রয় কিম্বা নিকটবর্তী দ্বীপ
শেষ প্রেম অথবা পাপের সঞ্চয় যদি বলো- সর্বস্বই আমি।
একা- একক স্বত্বভোগী কোনো প্রেমিক,
"নিজেকে ভালোবাসি না"- অংশীদারহীন এই চিৎকারে যার গলা ছিঁড়ে যায়।
আমার নিজস্ব কোনো ব্যথা নেই
যেনো পোষমানা সমুদ্র, পরাধীন নীল
স্বীকার করি আকাশের ছায়া।স্পর্শে বশ্যতা মানি।
তবু জোড়াতালির বুক চেপে কখনো হঠাৎ-
একজন নেলসন ম্যান্ডেলার মতো বলে উঠি
"আমি'ই আমার হৃদয়ের রাজধানী।"