১.
কথা, এখানে রাখি তো ওখানে ভেসে যায়।
এর কাছ থেকে হেঁটে ওর কোলে গিয়ে বসে।
ফুলের ওপর, ফলের ভেতর
কখনো আমার পেটে এসে ঢোকে,
ঢুকে থাকে।
চুপ কোরে উড়ে গিয়ে চালের ওপর পড়ে। কথা, জ্বলে উঠে নিভে যায়।
এখানে ওখানে কতো জায়গায় যায়
শুধু তোমার কাছে যায় না।


২.
সমুদ্রের চোখে পিছলে যায় নীল
চেনা অবয়ব। টলটলে ছায়া।
যেনো কোমল আদর মেখে-
গোটা আকাশ ডুবে আছে জলে
প্রিয় শরীর পেলে- কার না ডুবতে ইচ্ছে করে?


৩.
ব্লু ব্লাড চাঁদ অথবা ফরাসি মদ-
অতোদূর পর্যন্ত পৌঁছায় না আমার ঠোঁট
ধারেকাছে তোমায় পেলে একটা চুমু খেতে পারে বড়জোর।


৪.
তোমাকে চিনি না। খেলতে বসে পরিচয় হলো আজ।
তুখোড় প্রেমিক-
মন্ত্রীকে খুইয়ে অপরের ঘোড়া খাও।
হিসেবে ভীষণ কাঁচা।
চাল দেখেই বুঝে নিয়েছি-
বানরের কাছ থেকে শিখেছিলে রুটি ভাগ করা।


৫.
অসুন্দর বলে দেখি না কিছুই।
প্রিয়র মতোই সব পোষ মানা রঙ। গা ছমছম অন্ধকার, মৃত্যুর বিছাপোকা
সব প্রেমের মতোই সুন্দর
যেরকম সুন্দর- পাশে শুয়ে থাকা প্রেমিকা-
অথবা নির্বিষ অজগর
সুন্দর তার গিলে খাওয়া।


৬.
বদলি প্রেমিক। মনে পড়ে? আয়নার ব্যাপারী ছিলে একদিন।
সুযোগ পেয়েছো আজ। ভাঁওতাবাজি শিখে-
ফেরি কোরে বেচে দিচ্ছো প্রেম।


৭.
এতো ভীতু হলে চলবে মরণ?
আমায় পুরুষশার্দূল ভেবে বসে আছো
শিকারি নখ খুইয়ে-
সেই কবে লোকালয়ে চলে এসেছি
এখন শিকার- শুধুমাত্র গৃহপালিত জীবন।


৮.
স্বভাবজাত মানুষের নকল।
চেহারায় মিল দেখি। রাজনারায়ণ
হাতে কলম পেলে
শুয়োরেরা ভাইরাল হয়ে যায়।