১.


এই শীতে জমে যাচ্ছি বরফকল
ঠোঁট ফেটেছে, ত্বকেও অমসৃণতা
উষ্ণতা নেই, আদ্রতা নেই
চুমুর বড্ড আকাল প্রিয়তমা
তোমার বুকে যেতে আরো ছ'মাসের পথ
পাসপোর্ট ছাড়া যেতেও দিচ্ছে না।


২.


ফ্রিজ খুলে দেখি -কুয়াশা আছে শুধু
সঞ্চয়যোগ্য আর কিছুই নেই
চুমু গুলো উড়ে গ্যাছে
যেনো অতিথি পাখির ঝাঁক
উষ্ণতার খোঁজে পাড়ি দিয়েছে বহুদূর।


৩.


আগুনে জ্বলছে উনুন
হৃদয়টা সেদ্ধ হয়নি এখনো
এবেলা তোমায় কি খেতে দেবো বলো?
অবশিষ্ট বুদবুদ বাষ্পশকট
ভিনদেশ তার প্রিয়
শীত কি তবে দুর্ভিক্ষ নিয়ে এলো?


৪.


অনন্ত গন্তব্যের এই শবযাত্রায়
নিজের লাশ কাঁধে কোরে আর কতো কাল?
কেউ কি জানো গোরস্থানটা ঠিক কোনদিকে?


৫.


শরীরী জুয়ায়
ক্রমাগত খুইয়েছি মন, মাথা, মগজ
শেষ দানে বাজি ধরেছি জোরা হৃদয়
মাথার ভেতরটা ফাঁপা হয়ে গ্যাছে
তীব্র কুয়াশায় নির্বাক বসে আছি
যেনো অটিজম আক্রান্ত হাঁটু ভাঙ্গা দ।


৬.


নাভিকূপ হতে পারতো প্রিয়তম পাত্র
অথচ আমার পান করার উপায় নেই
আগামী ছ'মাস শীত
পানশালায় দীর্ঘ অপেক্ষা
আমার পরিমাপবিদ্যা জানা নেই
দৈর্ঘ্যগত মাপজোক জানে দীর্ঘ উ, দূরত্বের একক যেনো।