১.
চা শেষে যতোটুকু উষ্ণতা লেগে থাকে কাপে
অতোটুকু ওম বা তার চেয়ে কম
এ শরীরে
অথচ তুমি বোললে 'এই বুকে শীতকাল নেই।


২.


একটা শব্দ পরিমান দূরত্বে আছো
জেনেও
তোমায় উচ্চারণ করি না কোনোদিন
অথচ আমার মাথা ভর্তি মেঘ
আর মেঘ ভর্তি কথা
ঝরবো ঝরবো কোরে
বর্ষা পেড়িয়ে
শীতে চলে এসেছি।


৩.


নদীর ওপর আকাশের জলছাপ দেখে
রাত্রিচর সেই পাখিটির কথা মনে পড়ে গ্যালো
উড়তে পারেনি বোলে
একদিন সে ঝাঁপ দিয়েছিলো জলে
তারপর কেটে গ্যালো বহু শীতকাল।


৪.


তোমার চুমুর কাছে হেরে
শীতকে উপেক্ষা করি
ভালোবাসতে শিখি গোলাপ
প্রচুর কুয়াশায়
কম্পাসের হেরফের
সমুদ্র কি সহজে বিভ্রান্ত কোরে ফ্যালে।