সত্য কি অদ্ভুত সূর্যোদয়
সদ্য ফোটা সূর্যমুখী-
মুখ তোলবার আগেই পোকায় কাটে
বন্ধু মরে যায়, পাপড়ি খসে পড়ে
তবে বন্ধুত্ব আরো আগে।
বাৎসরিক ফাঁসি উৎসবের পর-
দীর্ঘ কারাভোগ। অপেক্ষাজনিত ব্যাধি-
ভেতরে ক্ষয়রোগ, শ্বাস নিতে কষ্ট
শীতে কিন্তু অস্বস্তি নেই, হয় না কখনো
গায়ে সওয়া অভ্যেস আছে দারুণ।
তবু বাতাসের চালচলন বুঝি না
সহসা উড়িয়ে নিতে চায় মৌচাক-
আর সঞ্চিত মধু।
দুপুর কি ফুরিয়ে গ্যালো?
রোদের যৌবনবয়েস?
অপরাহ্ণ নিয়ে আসে বন্ধুর শোক
পাখির ম্লানকণ্ঠ
প্রাক্তনের শোক জমা হয় ফ্রিজে
কফিনের পেটে শুয়ে থাকে বন্ধ্যা হৃদয়, সূর্যমুখীর নষ্টবীজ।