'আমার কোনো শত্রু নেই' বলার কিছু পরেই
পাখির ডানায় বিঁধে গ্যালো অন্ধের ছোঁড়া তীর
ব্যাপারটা যদিও অনাকাঙ্ক্ষিত
তবে আমি অবাক হইনি
শুধু শেষরাতে, বন্ধুদের কথা ভেবে কেঁদেছি
আমারও কোনো শত্রু নেই
ভীষণ আফসোসে ঝুলে থাকি দেয়ালে
মৃত তারিখের মতো
আর বাৎসরিক ফাঁসি উৎসবে
উপহারে নিয়ে আসি সাপে কাটা স্বপ্ন
বাক্সভর্তি ময়ূরের চোখ।