তুমি শুধু তাকিয়েছিলে
আমার দিকে;
তোমার দৃষ্টিতেতো কোনো
বিষ ছিলনা;
খুবই সরল,নিষ্পাপ ছিল
সেই অপূর্ব চাহনি,-
তবু আমার শরীর;  
তার ভিতরের মাংস-পেশী;  
আর তারও মধ্যেকার রক্ত-চলাচল
স্তব্ধ হল।
superior ও interior venacava
রক্ত বহন করতে অস্সীকার করল।
Pulmonary ধমনী ও শিরা-
হটাত ভুলে গেলো
তোমার আমার মধ্যেকার সম্পর্ক।
তবু প্রাণ তো হরণ করনি তুমি,-
শুধুই স্নিগ্ধ অপলকে চেয়েছিলে।
ভালোবেসেছিলাম সেদিন;  
আমার শরীরের সমস্ত রক্তচ্ছাস-
তোমার দিকে ছুটে গিয়েছিলো;
তুমি বুঝতেও পারনি;  
কেউ বাগানের চারা গাছটায়
জল দিয়ে, তাকে স্বযত্নে
আদর করেছিলো।
শুধুই ম্রিত্যিকা গন্ধে
প্রেমের বীজ রোপণ করেছিলাম-
আমার হৃদয়ের গোপন কাননে।
একটা হৃদয় সেদিন
দাসত্য মেনেছিলো,  
তার সমস্ত কাজ
এক নিমেষে
তোমার অধীন করে দিয়ে।
শরীরের সমস্ত রক্তস্রোতে
মিশেছিলো, প্রেমের তিক্ত সূরা।
আজ সেই অন্য শরীরটাকে,-
বিসর্জন দিলাম।
সাঁঝের বেলা,গঙ্গার ঘাটে
ভেসে গেলো;-  
আমারই প্রেমের শব-দেহ।।