দুঃখ যদি দিতে পারো-
সুখটুকু কেড়ে নাও;  
দুঃখকেই বরণ করে,
বাঁচতে আমায় দাও।
সুখতো আমি চাইনি কখনো,
শুধু বাঁচতে চেয়েছিলাম ;
দুহাত দিয়ে জড়িয়ে তোমায়-
ভাসতে চেয়েছিলাম।
চেনা স্রোতে আবারও আমায়
ভেসে যেতে দাও।
সুখের মোহে বাঁধতে গিয়ে
কেন জীবন কাড়তে চাও??