শহরের অভ্যন্তরে থমকে সময়___
দাঁড়িয়ে আছে সারিবদ্ধ কিছু যান।
অদূরে আকাশচুম্বী প্রযুক্তির লালবাতি-
বলছে দাঁড়াও, হয়েওনা আগুয়ান।
ঘর্মাক্ত একটা মানুষ হেঁটে আসে,-
চোখে মুখে লেগে তার ক্লান্তির চুম্বন।
ও কে? শুধুই কি একটা মানুষ?
নাকি রিসেশনের ভীরে হারানো সন্মান?
হাতের থালাটা উঁচু করে রাখা _
ঝোলায় রয়েছে কতক খাদ্য উপাদান।
ওর মাথার ঘাম পায়ে পড়তে মানা;
হাঁক দিয়ে বলে বাদাম চাই বাদাম।।