এই ছেলেটা
বলনা, তুই কোথায় ছিলি?
যখন দেশে সুনামী এল,
আয়েলা এল;
তখন তুই কোথায় ছিলি?
যেদিন সবাই ঘর হারালাম,
নীস্য হলাম;
সেদিন তুই কোথায় ছিলি?
যেদিন ওই যন্ত্র উড়াল,
কলকাতার বুকটা খুবলে খেলো;
বলনা সেদিন, কোথায় ছিলি?
আজ যখন ব্যাগ ভর্তি
ঘূষ এলো;
সরকারী তহবিল ঘুরে
টাকা এলো;  
তখনই হটাত এসে
হাজীর হোলি;
বললি আবার উল্টো সূরে,
ওই উড়াল-পুলের নীচে নাকি
তুই শুয়ে ছিলিস..
একটুও লজ্জা নেই না তোর.
মিথ্যে কিছু বানিয়ে বলে
ঘুষ নিবি.
আব্বে শালা,বল দেখি
তোর- নামটা আগে শুনি..


মুচকী হেঁসে বললে ছেলে,
মৃতের আবার নাম কি হবে?
ওই দেখনা নিথর দেহ;
কেমন পরে আছে পুলের নীচে.
মৃত্যু পরে জানতে পেলাম,
ভীষণ ভাবে,ঘূষ এসেছে.
তাইত ছুট্টে  চলে এলাম;  
ঘূষ নেব আজ; দুহাত পেতে..
জানোতো কাকু,
জীবনটা ছিল গরীব ভীষণ;
ঘূষকাণ্ডে কিছু নাহক
ধনী ভূততো হতে পারি..
শুনেছি সরকার নাকি
মৃত্যূকেও নিলাম করেছে;
তা আমারটা কতয় বিক্রি হল?
সেই টাকাটা দাওনা হাতে..
আজ আমি মৃত্যূর বিনিময়
ঘুষ নেব;
চোখের জলে, জীবন দিয়ে
ঘুষ নেব;
ওই দেখনা,শরীরটা কেমন
এক হাত পেতে,-ছড়িয়ে আছে
আজ ওই অসাড় হাতে
পিণ্ড নয়,ঘুষ নেব..
তাতে, লজ্জা কেন হবে??.....