আমি কালো বারুদ হতে চাই;
সম্পর্কের মুখোশে ঢাকা
নির্লিপ্ত অস্তিত্বের, শেষ দেখতে চাই;
আমি কালো বারুদ হতে চাই।।
আমি সমস্ত প্রতিবাদের
মুখ হতে চাই;-
সমাজের বুকে সৃষ্ট,
কুন্ডোলিক্রিতো ঘূর্ণাবর্ত;
আমি সেই ঘূর্ণাবর্ত থেকে আগত
ঝড়ের, কাণ্ডারি হতে চাই;-
আমি প্রতিবাদের মুখ হতে চাই।।
নষ্ট অগ্নীস্রোতে আমি নিমজ্জিত হতে চাই;
এতটুকু আগুনের স্পর্শ পেতে চাই –
আমি, কালো বারুদ হতে চাই।।