আমি মার্ক্সবাদী আদর্শে বিশ্বাসী নই ;
নই আমি লেনিনের যোগ্য উত্তরসূরী;
নই আমি নাথসি,
নই ফ্যাসিবাদী ;
আমার মধ্যে না আছে কোনো
উদারনীতি-বোধ ,
না খুঁজে পাবে আমার মধ্যে কোনোরূপ
গণতান্ত্রিক আদর্শ;
তবু যুগ যুগ ধরে, এই সিংহাসন,
আমারই দাসত্ব মেনে আসছে।
তোমরা রক্ত ঝরিয়েছো,
বিপ্লব করেছো;
রাজতন্ত্রের কবরের উপর
প্রতিষ্ঠা করেছো গণতন্ত্র।
আমি চুপচাপ সব দেখেছি।
ধর্মযুধ্ব হয়েছে;
সাধীনতার যুধ্ব হয়েছে;  
মুক্তিযুদ্ধ হয়েছে ;
রঙের মোহে আবিষ্ট হয়ে
একের পর এক নির্বচন হয়ে গিয়েছে
আর, আমি দূর থেকে হেসেছি
আমার সে অট্টহাস্য
তোমাদের মতন বধিরের কানে কখনো পৌঁছায়ওনি -
হা     হা     হা     হা     হা
ভাবছো আমি প্রলাপ বকছি,
ভাবছো আমি উন্মাদ;
আমি যদি উন্মাদ হই
তাহলে এই পৃথিবীটা একটা ব্রোথেল
আর তোমরা তার নির্বোধ, উলঙ্গ চেতনা।
যুগে যুগে রাজা বদলেছে,
কিন্তু বদলায়নি এই সিংহাসন।
তোমরা যাকেই এই সিংহাসনে উন্নীত করেছো
সে হয়েছে আমার ক্রীতদাস।
আমাকে কোনো যুধ্বে পরাজিত করতে
তোমরা পারোনি আর পারবেওনা -
কারণ আমি অপরাজেয়,-
আমি অমর -
আমি রাজনীতি,
অনন্তকাল ধরে আমার হাতেই বন্দী
পৃথিবীর - তাবড় শাসনপ্রণালী।।