ঘৃণা, হিংসা, ক্ষোভ, নাকি পার্থিব লোভ-
কোন দ্রোহে দ্রোহী সমাজ ও সংস্কৃতি?
সভ্যতার শীর্ষস্তর করে শুধু কলরব,
আদতে ধোঁকাদারি সমাজেরই রীতি।


ধর্ম-অধর্ম বা আস্তিক-নাস্তিক  
সবেতে নিহীত এক রাজনীতি বীজ;  
তবু তুমি বুঝবেনা অন্ধ পথিক
বৃথাই রক্তাক্ত ওই বজ্রমুঠি।


স্বপ্নের দিন গোনা শেষ হবেনা,
জ্বলবে আগুন কিছু ঠিক হবেনা.
আরো আগুন চায় কিছু মানব-দ্রোহী;  
ওরা ছাই দিয়ে সাজাবে এই পৃথিবী।।