কয়েক পশলা বৃষ্টি পড়েছিল
ভেজা কংক্রিট ;
বাসটা সাইন্স-সিটী ছাড়াল -
উদ্দাম গতি ;
মাঠপুকুর, মেট্রোপলিটন
দুমড়েমুষড়ে মাড়িয়ে গেল.
সহযাত্রীদের উত্কণ্ঠার পারদ -
দাদা আসতে চালাননা করছেনটা কি ?
এটা কি রেসকোর্সের মাঠ ?
ছেলেটা নিশ্চুপ .
খুব ছোট বেলায় ঠাকুমা
একটা গল্প শোনাতো ,-
দেখতে হ্যায় আউর কেয়া হোতা হ্যায় !
আরে কি করছেনটা কি,
দেখে চালান না। আরে...
একটা প্রচন্ড ঝাঁকুনি-
বিকট শব্দ।-
সবাই সামনে ছিটকে ইতস্তত।
কোনো আঘাত বা অঘটন অবশ্যি ঘটেনি,
শুধু একটা ভয়ের ক্ষত -
বাসটা আজকেও খুব জোরে চালাচ্ছে,
আবার ধাক্কা মারবে নাতো?