তোমার আর আমার মধ্যে
পার্থক্য আছে ;  
তুমি অনুসরণ করো অন্যদের
কিন্তু আমি অনুসরণ করি শুধু নিজেকে।
আমি তসলিমা নাসরিন পড়েছি,
আমি হুমায়ুন আজাদ পড়েছি,
এমনকি খুব মনযোগ দিয়ে দেখেছি
ড. জাকির নায়েকের ভিডিও।
কিন্তু তোমার আর আমার মধ্যে
পার্থক্য আছে।
আমি আস্তিক,
ধর্মে আমারও বিশ্বাস আছে ;
বিশ্বাস আছে প্রতিটি ধর্মের পবিত্র গ্রন্থে -
বেদ, বাইবেল, কূরান, গীতা।-
রবীন্দ্রনাথের কবিতায়,
নজরুলের বিদ্রোহী ভাষায়,  
জসীমউদ্দীনের কথায়  
আর জীবনানন্দের শব্দ খেলায়
বুঁদ হয়ে আস্বাদন করি
আমার বাংলা ভাষা।
এমনকি কোনো কোনো সময়  
আমার একাকীত্ব কাটে
ওয়ার্ডসওয়ার্থে মুখ গুঁজে।-
কখনো রুপম ইসলাম;  
কখনো অঞ্জন,  কখনো সুমন,
আবার কখনো childrens of bodom,
কখনো slash তো কখনো jacksion,
কিংবা কখনো alter bridge বা linking park
এসে নিয়ে যায় আমায় অন্য গ্রহে।
এমনটা হয়তো কখনো সখনো
তোমার সাথেও ঘটে,
কিন্তু তোমার আর আমার মধ্যে
পার্থক্য আছে,-
তুমি অনুসরণ করো অন্যদের
আর আমি অনুসরণ করি শুধু নিজেকে।।