শহরের একটা
নিজস্ব ক্যানভাস আছে
তাতে প্রতি মুহূর্তে
রঙবেরঙের ছবি পাখনা মেলে
আবার পরমুহূর্তেই
মৃত্যূর আবডালে হারিয়ে যায়
আশা নিরাশার নিরুদ্দেশে।
তার নিজস্ব তুলি আঁচড় কাটে
সৃষ্টি পায় কোন এক -
নান্দনিক একাকিত্বতা।
শহর জানে
তার প্রেমের অর্থ
তার প্রণয়ের পরিনতি
তবু সে নিশ্চুপ অনিমেষ।
অপার্থিব প্রেমের কাছে আত্মসমর্পিত শহর
স্রেফ অপেক্ষার দিন গোনে।।