এই হাত ছেঁড়ে তুমি কোথায় যাবে
কতদূরে গেলে
কোন আকাশের ওপারে, কোন আড়ালে
কোন দেয়ালের মাঝে বন্দী হলে
কোন গহীন অন্ধকারে লুকালে নিজেকে
মনে হবে –
এই হাত আর ছোঁবেনা তোমাকে  


এ চোখের রঙ নিয়ে চোখে
এ বুকের গন্ধ নিয়ে বুকে
এ ঠোঁটের উষ্ণতা ঠোঁটে নিয়ে
এ দেহের সাধ দেহে নিয়ে
কতোদূরে
কতোদূরে গেলে পারবে ভুলতে...


কতোদূরে গেলে নিজেকে যায়না দেখা
কতোদূরে গেলে নিজেকে হারানো যায়
কতোদূরে গেলে নিঃশ্বাস ঠেকে না বুকে
কতোদূরে গেলে ফেরেনা চোখ ফেলে আসা পথে


ডুবসাঁতার ধুয়ে নেয় কি জমে ওঠা স্বেদবিন্দুর সমস্ত উত্তাপ


আছে কি কোথাও এমন দুর্ভেদ্য বাস
_________________________________
কামাল
দি হেগ