বিবর্ণতার শেষ বিন্দুটুকুও মেখেছি গায়
অবলীলায়;
শরীরের প্রতিটি রোমকূপ ভরিয়ে রেখেছি, বিষাক্ত শরে-
অবহেলা ভরে!


মৌনতার সাথে গড়ে সখ্যতা,
রঙমহলের ঝাড়বাতি হয়েই রইলেম পড়ে
চিরটা কাল।
মাতাল !
তোমার জন্যে, শুধুই তোমার জন্যে
নিজের সমস্ত আলো বিলিয়ে
সারা পৃথিবীর আঁধার করেছি দূর -
আমার ই ঘর রেখেছি আঁধারে
ভুলেছি সুরাসুর।
ভরদুপুর!


করেছ পর যত, আপনার চেয়েও আপন হয়েছি তত,
সাধারণের চেয়েও হয়েছি আরো সাধারণ,
ব্যথায় নিত্য হয়েছি চুরচুর।
স্বপ্নাতুর!
অসীমে স্বপ্নেরও শেষ হয়েছে অপমৃত্যুতে।
নিরন্তর!


তবুও এ আঁধারের হবে শেষ।
দেখ চেয়ে, পূব আকাশে নূতন সূর্যোদয়,
হাতছানি দিয়ে যায় ডেকে!