শরতের আকাশে শুভ্র মেঘরাশি
চলে ভেসে দূর অজানায়,
যেতে যেতে কাশফুলের কোমলতায়
রাঙিয়ে দিয়ে যায় হৃদয় তোমার;
রাঙে সূর্য, রাঙে চন্দ্র -
হেসে ওঠে বিশ্ব চরাচর!


আমার দিন, আমার রাত্রিগুলো
আশাবরির বিস্তারে হয় পূর্ণ, ঝর্ণাধারার
অবিরত বয়ে চলার
মতোই বিষণ্ণতার বিষধর সর্প ধীরে
ধীরে করে কুক্ষিগত সমস্ত -
আধার আমার।


নূপুরের ঝংকার যেন তোমার মিষ্ট
স্বর, অম্লান অযুত বছরেও;
শোনার আকাঙ্ক্ষায় তাই তৃষিত
প্রান্তর! জগতের সমস্ত আঁধার
করতে দূর -
শরৎ সম্মিলনে দশভূজার আগমন
মেলাবে আবারো সেই মধুর সুর!


আগমনীর সুরে সুরে, তোমার ঘর
আলো করে তাই চাঁদের
হাসি, ভরিয়ে দেবে সারা সংসার;
আর রাঙাবে নূতন করে
হৃদয় আমার!