অন্তরের গভীরে ডুব দিয়ে একবার দেখে যাও
কী গাঢ় বিষাদে সারা শরীর রয়েছে ঢেকে।


অশ্রু গড়িয়ে পড়ে অবিরাম অন্তহীন মেঘমালা থেকে
সেই অশ্রুজল ক্রমে ধুয়ে মুছে যায় শংকিত বদ্বীপ ।


তোমার সবুজ শাড়ির জমিন রক্ত লালে হয় পূর্ণ
সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে লাল সমুদ্র ।


তবু কার্তিকের পূর্ণিমার চাঁদ আলো ছড়িয়ে যায়
ভালোবাসার ছোঁয়া নিয়ে আসবে শান্তি এ আশায় ।