সকাল হলেই ঝুল বারান্দায়
ছুটোছুটি করে রোদ্দুর পাখি হয়ে
বাগানের ফুলগুলি প্রজাপতি
চনমনে হরিণ লাফিয়ে লাফিয়ে
টোকা দিয়ে যায় বন্ধ চোখের পাতায়।


ওই একঝাঁক রোদে চোখ ধুয়ে
অপেক্ষায় বসে থাকি ডাকপিওনের।
চিঠি এল। হলুদ গন্ধ মাখা
আমার ঠিকানা লেখা খাম।


কালো শব্দের জাল নিপুণ বুনোট
পারুলের ঠোঁট
নড়ে উঠেছিল চিঠির পাতায়।


__________________________________


কাব্যগ্রন্থঃ পাখি নামের মেয়েটি
প্রকাশ ঃ মে, ২০০৪,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি