একদিন সাহস করে তোমাকে বলতে পারবই
কন্যাকুমারীর সাগর বেলায়
আমার রাত্রি কেটেছিল অপেক্ষায়।


একদিন ঠিক বলবই
ভোরের আগেই সমুদ্রের বুক চিরে
যে সব জেলেরা নৌকো নিয়ে পাড়ি দিয়েছিল
যারা গিয়েছিল মাছ ধরতে
তারা আসলে মাছ ধরতে যায়নি।
তাদের শরীরে মেখেছিল তোমার কমলা রঙ
তারা হোলী খেলেছিল মাঝ-দরিয়ায়
আর আমি বোবা হয়ে বসেছিলাম
কন্যাকুমারীর পায়ের কাছে
তোমাকে একবার দেখব বলেই।


একদিন, আমি সাহস করে বলে দেব
তুমি যখন বিবস্ত্র স্নান সেরে উঠেছ সমুদ্রের জলে
আমি চোখ দুটি বন্ধ রেখেছিলাম
আর তোমাকে প্রথম প্রণাম দিয়েছি
কন্যাকুমারীর ভোরবেলাতেই।


__________________________________


কাব্যগ্রন্থঃ পাখি নামের মেয়েটি
প্রকাশ ঃ মে, ২০০৪,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি