লজ্জা নেই ঘৃণা নেই ক্রোধও তো নেই
বলতে পারি না কাম আছে কিনা
তবে লোভ আছে তোমাকে পাওয়ার
                        সমস্ত হৃদয়জুড়ে।


ওই পাওয়া সশরীর পাওয়া নয়
বস্তু কিম্বা বসতের পাওয়া নয়
কৃতজ্ঞতার গাভীন গন্ধযুক্ত
কোনও প্রতিদান নয়।
তবে লোভ হয় ছুঁয়ে যাও হাওয়ার মতন
কনকনে শীত তুমি কাঁটা দাও রোমের গোড়ায়
রাতের অন্ধকারে-
এখন আমার লোভের প্রবলতায়
তুমি ক্রমশ বর্ধিত
তুমি ভুবনের অলিতে-গলিতে
সীমানার ওপারেও
দেশ কাল অথবা ভৌগলিকের বাইরেও
তুমি মিষ্টি রোদের মত উদ্ভাস
তুমি কাঁটাতার বেড়াজাল চুরমার
এগিয়ে চলে যাও আলোকিত...


লজ্জা নেই ঘৃণা নেই ক্রোধ আর
এত উত্তাপে কামও দীর্ঘকাল থাকে না ।
শুধু লোভ থাকে
থেকে যায় চিরকাল।


__________________________________


কাব্যগ্রন্থঃ পাখি নামের মেয়েটি
প্রকাশ ঃ মে, ২০০৪,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি