মনে আছে? একদিন তোমার
শীতল হাত দুটি
জড়িয়ে ধরেছিল সরীসৃপের মত
অদিতি,
অসম্ভভ যন্ত্রণা – রক্তচাপ আর
ফুলে উঠেছিল প্রতিটি শিরা,
এখন কচিঘাসে
বাদাম খোসা, পরিত্যক্ত কাগজে
দিন খুঁজি, সেই মুহূর্তটুকু খুঁজি
আর তোমাকে-অদিতি।
মনে আছে- ঠিক এই দিনটিতে
তুমি গোলাপ দিয়েছিলে লাল
আমি চুম্বন...
নেশায় নেশায় নেশা চলে যায়
মাটিতে মুখ গুঁজে
এখন স্মৃতি খুঁজি।


সেই প্রথম প্রেম-বার্ষিকী
সকাল সকাল বেরিয়ে পড়া
সুকনার জঙ্গল...
হরিণের খিলখিল দৌড়
সবুজ গন্ধ শরীরে
নির্জন বৃষ্টি,
ভেজা আঁচল মেঘের ছায়া
আর শুধু স্বপ্ন...স্বপ্ন...স্বপ্ন...


আমার মাথা ঝিম্‌ ঝিম্‌ করছে
অদিতি,
তুমি কি এখনো স্বপ্নেই আছো?


__________________________________


কাব্যগ্রন্থঃ পাখি নামের মেয়েটি
প্রকাশ ঃ মে, ২০০৪,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি