ডিসেম্বরের শেষে এসো
না হয়, জানুয়ারির প্রথম
হেমন্তকালের শেষে এসো
না হয় শীতকালের আগে
খোঁপায় রেখো কৃষ্ণচূড়া
হাতে জবা ফুল-
বসন্তকালে হোক দেখা
ভেঙ্গে যাক মনের ভুল।


গ্রীষ্মকালের আগমনে
ব্যুরো ধানের পিঠা-
গাছের পাকা কাঁঠাল
মধুর চেয়েও মিটা।


পূর্বের ভিটার পশ্চিম পাশে
কচি তালের চাষ-
মন ভরে খাওয়াই দিমু
সময় পাইলে যাইস।


বর্ষাকালের আগমনে
কাঁন্দে আকাশ বাতাস
অজুর ধারায় বৃষ্টি ঝরে
ছিন্নমূলের সর্বনাশ।


শরতে উঠুক জমে
স্বপ্নের মাখামাখি
দুটি দেহের একই প্রাণ
বেঁচে থাকুক চতুর্থ আঁখি।


ডিসেম্বরের শেষে এসো
_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ