তুমি ফাল্গুনের আগুন, আমার  হৃদয়ের উল্লাস
ফাল্গুনের আগমনে, বিদায়ের পথে মাঘ মাস,
আমার চোখে তুমি, দারুণ বসন্তের চৈত্রমাস
চতুর্দিকে দেখো শিমূল-পলাশ, কৃষ্ণচূড়ার ত্রাস।


তোমাকে বুকে জড়িয়ে, আছে আমার অনেক ইচ্ছা
ঋতুরাজ বসন্তের আগমনীতে,জানাই বাসন্তী শুভেচ্ছায়
তোমায় নিয়ে ঘুরতে যাব, সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যান
কৃষ্ণচূড়ার সুসজ্জায়, গড়বো প্রেমময় বিদ্যান।


প্রকৃতির সুসজ্জায়, অন্তর্নিহিত আরাম-আয়েশে
জাতীয় উদ্ভিদ উদ্যানে, গল্প করবো মহুয়ার শিকড়ে বসে
পঞ্চাশ টাকার রিক্সা ভাড়ায়, রাজধানীর ট্রোলারবাগ
বিশ টাকার ঝালমুড়ি খেয়ে, বিদায়ের হাক-ডাক।


ফাল্গুনের আগুন-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ