বসন্তের হাওয়া গায়ে লাগলে
খুব আবেশেই প্রেম হয়।
ছয় ঋতুর দেশে, তুমিই ঋতুর রাণী!
তোমার পরশে ধন্য বাংলাময়
তবে বসন্ত সুধাময়ী তুমি-ই কী?
রূপের মাধুরি নিয়ে,আমার দুয়ারে এসেছো!


চুপিচুপি এসো প্রেমের রাণী  বসন্ত!
তুমি-ই অমৃতের নির্জাস,সু-বাসিনী আমার
লাল রঙের শাড়ী পরে এসো!
বুকের লাল বৃত্তের মধ্যখানে বসো,
মনের দুয়ার খুলে রাখি, শুধুই তোমার জন্য
হৃদয় গহীনে তোমাকে পেলে
খুব আবেশেই আমি হয়ে যাব ধন্য।
এখন-ই গাছের ডালে বসবে কোকিল
মধুর কণ্ঠে, দোয়েল-কোয়েল গাইবে গান!
বিছানার চাদর হবে রক্তে লাল
প্রেম-উচ্ছ্বাস হবে, নদী শুনাবে তার- কলতান।


তোমার দেহ-মনে আপ্লুত আবেগ
উচ্ছ্বাসিতমন, নিস্তেঁজ বিবেক
আমার ভাবনাগুলো রোজই, গুঞ্জনে কুঞ্জবন
দেহের ইশারায় উজ্জীবিত মন।
আমার কথা বলো-না আর!
আমি-তো ভাষা ফেলেছি হারিয়ে,
কী দিতে তোমায়! কী দেব বানিয়ে!
কেমনে রাখবো হৃদয়ে জড়িয়ে।


তোমার আলিঙ্গনে,বুকে জমেছে নোনতা ঘাম
মৌচাক ভরে মধুতে,জোয়ারে ভাসে প্রেমের তরী
সাঁতার কাটে মন প্রেম নদীতে,তুমি বসন্ত বিলাস!
কখনো আবার- করো হৃদয়গহীনে মারো প্রেমের ত্রাস।


নারীর আঁচলের টাটকা কৃষ্ণচূড়ার ঘ্রাণ!
স্নিগ্ধ বাতাসের ছোঁয়ায়,নেশায় মাতাল যুবক,যুবতী
বন্ধ ঘরে,তোমার অন্ধ-প্রেমের কৃষ্ণলীলা
বেসামাল হয়েছি রোজেই, প্রেমময় খেলায়।


নারীর আঁচলে বসন্ত_
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ