শৈশব তুমি কবিতা
----------- লুৎফুর রহমান কামালী


শৈশবের এক টুকরো স্মৃতি
যৌবনের ঠোঁটে খায়
ভালবাসার চুমু |
তুমি ঘুমিয়েছিলে বলে অস্পষ্ট নিদ্রাস্বপ্নের মতো
বিস্মৃতি ভেবে বেমালুম ভুলে গেলে |
তবুও বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসিয়ে
শৈশবের পুলক খোঁজে কবি |
অঘুম রজনীর ক্যানভাসে এঁকে যায়
এক একটি শৈশব স্মৃতির চিত্র |
ভোরের শিশির ভেজা বকুলের সুবাসে
আজও খোঁজে ভালবাসা |
আর কাগজের সাদা জমিনে
কলমে করে যায়
কবিতার চাষাবাদ |