ছোট্ট বেলার গল্প
--------------লুৎফুর রহমান কামালী


ইচ্ছে করে তোমায় নিয়ে
ভিজি বৃষ্টির জলে
কদম ফুলের মালা গেঁথে
পরাই তোমার গলে |
ভর দুপুরে রোদে পুড়ে
নীল্ ফড়িং ধরি
কাঁদবে তুমি ধরতে গিয়ে
যায় যদি উড়ি !
ইচ্ছে করে ছোট বেলার
জাদুর খেলা খেলি
কচু পাতায় বৃষ্টির জল
লাল হও নীল্ হও বলি |
ইচ্ছে করে কলা পাতায়
বানাই খেলার ঘর
তোমার পুতুল হবে কনে
আমারটা হবে বর |
ঝড়ের দিনে দু'জন মিলে
আম কুড়াতে যাই
পাথর বাঁধা ঘাটে বসে
পাঁকা আম খাই |
ইচ্ছে করে ভেলায় চড়ে
বর্ষার বানে ভাসি
বৃষ্টির জলে ভিজে দু'জন
করি হাসা হাসি |