আমার গাঁও
******লুৎফুর রহমান কামালী


বহু দিন দেখি নাই
আমার ছোট্ট গাঁও
খাল নালায় সড়ক এখন
কেউ চড়েনা নাও |
যায়না দেখা আড়া জঙ্গল
হিজল কদম বাঁশ
বটের ডালে নাই এখন
ভূত পেত্নীর বাস |
ইলেকট্রিকের বাতি জ্বলে
ফ্যান এসি ঘরে ঘরে
পুকুর এখন মজা ডোবা
বাথরুমে গোসল করে |
ডিস্ এন্টিনায় টিভি দেখে
ইনটারনেটে করে চ্যাট
অনলাইনে অর্ডার করে
ছলা হাতে যায়না হাট |
কেউ পোষেনা হাঁস মোরগ
ফার্ম আছে বাজারে
ফ্রিজে থাকে মাছ মাংশ
মাছ ধরেনা হাওরে |
কৃষি জমি আবাদ হয়না
করেনা কেউ হাল চাষ
প্যাকেট দুধে বাজার ভর্তি
কাটেনা কেউ গাভীর ঘাস |
থাই গ্লাসে ডিজাইন করা
দু'তল তিনতল ঘর
দেখে যেন মনে হয়
অচেনা এক শহর |
বাড়ি গুলো গ্রাস করে
আমার গাঁওয়ের গোপাট
দীঘি নালা খাস ভূমি
এবং খেলার মাঠ |
যায়না দেখা পানসী নৌকা
ছোয়ারী নাওয়ের বহর
রিকসা গাড়ি টেম্পু মিশুক
চলে গাওয়ের ভিতর |
বদলে গেছে আমার গাও
স্নেহ মায়া আদর
নিত্য চলে জগড়া বিবাদ
লাগছে কারো নজর |