** কবি ও কবিতার স্বপ্ন **
-------লুৎফুর রহমান কামালী


একদিন পায়ের কাছে দাঁড়ানো বিশাল সমুদ্রের জল ছুঁয়ে
কবি হবার স্বপ্ন দেখেছিলাম |
তোমায় নিয়ে কবিতা লেখার অদম্য স্পৃহায়
তরঙ্গের খেলায় ব-দ্বীপে জমে উঠা সফেন,
সাগর তীরে নরম বালির বুকে
উদুম পায়ের চাপ, বালিয়াড়ি ঘর
ঢেওয়ের গর্জন আর সাগর জলে অস্তমিত সূর্যের
লাল আভা থেকে তুলে এনেছিলাম
শৈল্পিক শব্দমালা |
তুমি ঝাউবনে খোঁপা খোলা চুল উড়িয়ে
জোছনামাখা ঝক্ঝকে বালিতে হাঁটা
পুর্নিমাস্নাত পংতিমালার স্বপ্ন দেখালে |
যেমনি একদিন শিশির ভেজা ভোরের স্বপ্ন দেখিয়েছিলো
কয়েকটি গোলাপের ঝরা ফ্যাকাসে পাঁপড়ি |
আর ঘুঘু ডাকা দুপুরে একটি প্রজাপতি
বর্ণিল পাখার পরশ ঢেলে বলেছিলো -
অলেখা কাগজের সাদা জমিনের মতো অর্থহীন জীবনে
ছড়িয়ে দাও রংয়ের বাহার |
রূপালী ইলিশের জালে আটকে থাকা স্বপ্নের মতো
অযৌগিক জীবন সাজাই প্রাত্যহিক স্বপ্নে |
মাটির গন্ধমাখা বুকে সোনালী ফসলের স্বপ্নে
যে মাটিতে ঘামের বীজ বোনে কৃষক ,
সে মাটিতে খোঁজি নীল্-চাষের ফসিল |
তামার কবজ গলায় ঝুলিয়ে বন্ধ্যা নারীর
সন্তান আশার অলীক স্বপ্ন কিংবা প্রজাপতির রংয়ের বাহারে
সাদা কাগজের ক্যানভাস হয়না শিল্পচাতুর্য |
তথাপি স্তম্ভিত এক ক্ষণের পিঙ্গল আঁচড়
বদলে দেয় জীবনের কক্ষপথ
আর ঝাউবনে নামা পূর্নিমার রাতগুলো হয়ে যায়
অন্য কবির কবিতা |