একটি স্বপ্ন চোখের পাতায় আঁকতে আমি চাই  
একটি স্বপ্ন মনের মাঝে দোলা দিয়ে যায়,
একটি স্বপ্ন মনের আকাশে মেলেছে ডানা
একটি স্বপ্ন গড়তে কভূ পিছপাঁ হবোনা।


একটি স্বপ্নের তরে এই আমার পথচলা,  
একটি স্বপ্নকে হাতের ছোঁয়ায় জাগিয়ে তোলা,
একটি স্বপ্নে গড়া এই আমার দিগন্ত  
স্বপ্নটাকে গড়তে আজ চলেছি অনন্ত।  


একটি স্বপ্ন আমার জীবন করছে নিয়ন্ত্রন
সেই স্বপ্নকে করতে হবে আমায় বাস্তবায়ন,
একটি স্বপ্নকে কভূও করিনা অবহেলা,
স্বপ্নটাকে গড়তে তৈরি আমি থাকব সারাবেলা।


সবার জীবনেইতো একটি বিশেষ স্বপ্ন থাকে
সেই স্বপ্নটা কজনেই বা জীবনপটে আঁকে,
কারো স্বপ্ন ভেঙ্গে যায় নিঠুর বেদোনায়
আবার কেউ স্বপ্নটাকে জীবনে এঁকে নেয়।  


স্বপ্ন দেখা সহজ কিন্তু বাস্তবায়ন সুকঠিন,
বাস্তব হলে স্বপ্ন, জীবন হয় অমলিন।
তাই চলো সবে স্বপ্ন দেখি জিবন রাঙাতে,
স্বপ্নের মাঝেই জীবন চলুক রঙিন এ ধরাতে।