------------------------
ছন্নছাড়াই ছিলাম ।
তুমি বলেছিলে –
তুমিও ছিলে ;
হঠাৎ -
এক হয়ে গেলাম ;
একলা চাঁদের
নীরব সাক্ষী ছিলাম ।
তুমি বলেছিলে -
তুমিও ছিলে তেমন ;
হঠাৎ -
দিন এলো,
যুগল বন্ধী
চাঁদ দেখার ।
তুমি পাশে ছিলে বলে  !
-
“হাতটা দিলে
বললে - খোলে নাও
নীল চুড়ি ।
রেখো যতন করে ।
হয়ে রইলো -
যুগলবন্ধীর স্বাক্ষর । ”    
.....................................
২৩ মে ’ ১৫
রাত ১১ টা ৩০
~ কল্পনার ২য় অধ্যায় ~
----------------------------------
(onuvobe :“কিঞ্চিত ভিন্নতা” )