জীবনের ব্যস্ততার মাঝে
হঠাৎ সুরেলা কণ্ঠে
নাম ধরে বলে তুমি কী সেই

আমি পাশ ফিরে দেখি
চোখে চোখ রাখি
মুহূর্ত ভাবি নেকাপে
ঢাকা এ মুখ চিনি কী?

আমার দু চোখে চোখ রেখে বলে
চিনবে কি করে দেখছ না যে !
কোমল শব্দে তার নামটি বলে

বুকের পাতাল পুর থেকে
অট্ট হাসি বেরিয়ে আসে
মাস বছর আর যুগের
না দেখা সময় কে ঢেকে ।

পাঁচ টি বাক্য হয় বিনিময়
তিব্র ভালবাসায় বোধ হয়
সেই কৈশোরের মত
দুজনেরই কণ্ঠ কাঁপে ।


ইচ্ছে কী হয়েছে তখন
সামনের কিছুটাক্ষণ
একসাথে থেকে,  
কিন্তু না সময় চোখ রাঙায়
দুজনের দুটি পথ
দুটি দিকে যায় বেঁকে-
ভালোবাসার স্মৃতি আলপনা এঁকে ।


২৬/৪/১৬