প্রায় এক যুগ দেখিনি তোমায়,  
জীবনের পড়ন্ত বেলায় আজও  
চেনা পথে ,জনস্রোতে
রোদ্র ছায়ায়,গোধুলী মায়ায়-  
দু'চোখ খোঁজে তোমায় ।


তেরো বছর বয়সের
দু'জন খেলার সাথী -
দুরন্ত কৈশোর ছিলো  
ছুটাছুটি খেলা সারা বেলা !


মনে পড়ে হঠাত একদিন
সোনালী বিকেলে
তুমি এলে ,  
শান্ত ঘুম ঘুম চোখ দুটি মেলে
বললে- " তোকে ভালোবাসি"
তুইও কী আমাকে বাসিস?
ভেবে জানাবে।।


সদ্য কিশোরী-  আত্মভোলা
ভয়ে কাঁপে বুক
শিহরিত মন উতলা-
ওকি বলে গেলো?
একি হল , কী যে  করি ?
কাকে বলি?
ভেবে গুমসূম সারা বেলা !


দুদিন পর সে এলো ফিরে
কিশোরি মন কাঁপে থরথর
যেন মহা বিপদে পড়ে
কণ্ঠ আঁটকে একটিও কথা না সরে ।
কিশোর ফিরে যায় -
বলে যায় , মৌনতা নয় -
মুখের ভাষায় শুনতে চায়।।  


সেই খেলা ছলে
প্রথম প্রেম-
আমিও তোমায়
ভালবাসতে শিখেছিলেম ।


জীবনের বায়ান্নতায়  
আজও কোন একলা বেলায়
হৃদয় পাতাল পুরের
স্মৃতির বাক্স মেলে বসি ,


গহীনের অনুরণন -ভালোবাসি ,
ভালোবাসি, আজও ভালোবাসি ।
২৮/৪/১৬